সনাতন ধর্মাবলম্বীদের মহাপবিত্র পীঠস্থান কানাইঘাটের শ্রী শ্রী বামজঙ্গা মহাপীঠ কালিমন্দিরের দখলীয় ভূমি জবর দখলকারীদের কবল থেকে উদ্ধার করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
বুধবার (২১ মে) দুপুরে নির্বাহী কর্মকর্তা সরেজমিনে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে অবস্থিত বামজঙ্গা মহাপীঠ কালিমন্দির সরেজমিনে পরিদর্শনে যান। তিনি মন্দির পরিদর্শনের পাশাপাশি সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য ফয়েজ আহমদ ও তোতা মিয়া গং কর্তৃক বামজঙ্গা কালিমন্দিরের দখলীয় বেশকিছু ভূমি দখলমুক্ত করে সেখানে লাল পতাকা টানিয়ে দেন। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনদের আশ^স্থ করে বলেন, স্থানীয় প্রশাসন সব-সময় আপনাদের পাশে রয়েছে। ঐতিহ্যবাহী শ্রী শ্রী বামজঙ্গা কালিমন্দিরে ভ‚মির কেউ ক্ষতিসাধন করলে কাউকে ছাড় দেয়া হবে না।
নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সাথে ছিলেন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু সায়েম ও উপজেলা ভ‚মি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য যে, বামজঙ্গা কালিমন্দিরের দখলীয় বেশ কিছু ভূমি সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য ফয়েজ আহমদ ও আওয়ামীলীগ নেতা তোতা মিয়া গংরা জবর দখল করে সেখানে কলাগাছ ও জাল দিয়ে বেড়া দিয়ে দখল করে নেয়। এতে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন বাঁধা প্রদান করলেও তারা কোন কর্ণপাত না করে উল্টো মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা বরাবরে ইউপি সদস্য ফয়েজ আহমদ ও তোতা মিয়া গংদের বিরুদ্ধে অভিযোগ দেন এবং গত মঙ্গলবার বামজঙ্গা কালিমন্দির ভক্তবৃন্দ উপজেলা পরিষদের সামনে মন্দিরের ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন।