দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট ও বুক ধড়ফড় করার মতো উপসর্গ নিয়ে সিলেটের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি হয়েছিলেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামানের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসক রোগীর Dilated Cardiomyopathy (DCM) রোগ নির্ণয় করা হয়। প্রাথমিক চিকিৎসা শুরুর পরেও যখন রোগীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি, তখন চিকিৎসক অভিভাবক ও আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শক্রমে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
অবশেষে বুধবার (২১ মে) সকালে রোগীর শরীরে সফলভাবে CRT-D (Cardiac Resynchronization Therapy with Defibrillator) ডিভাইস প্রতিস্থাপন করা হয়।
মাউন্ট এডোরা হসপিটালের ক্যাথল্যাবে এই অত্যাধুনিক প্রক্রিয়াটি প্রথমবারের মতো CRT-D ডিভাইস সফলভাবে স্থাপন করা হলো।
প্রক্রিয়াটি পরিচালনা করেন দেশের খ্যাতনামা অ্যারিদমিয়া বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আতাহার আলী, মাউন্ট এডোরা ক্যাথল্যাবের পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দীন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আজিজুর রহমান রোমান-এর নেতৃত্বে ডাঃ অজয় কুমার দত্ত সহ অভিজ্ঞ মেডিকেল টিম। এ্যানেস্থেশিয়ার দায়িত্ব পালন করেন হসপিটালের ইন-হাউজ এ্যানেস্থেসিয়োলজিস্ট ডা. রায়হান আহমেদ।
CRT-D ডিভাইস সফলভাবে স্থাপন শেষে রোগী বর্তমানে আগের তুলনায় অনেক ভালো আছেন বলে জানিয়েছেন হসপিটালের পরিচালক মেডিকেল সার্ভিসেস ডাঃ সৈয়দ মাহমুদ হাসান।
তিনি প্রসিডিউর টিমের সকলকে ধন্যবাদ দিয়ে বলেন সকল ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা এখন সিলেটেই সম্ভব — যা এই অঞ্চলের হৃদরোগীদের জন্য আশার আলো।