বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

সিলেটে হঠাৎ পাহাড়ি ঢল, প্লাবিত জাফলং-সাদাপাথর

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৫ ০৪:৪২:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
57

সিলেটের সাদাপাথর ও জাফলংয়ে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে ধলাই ও পিয়াইন নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে।


সোমবার (১৯ মে) সকালে ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলটি ধলাই ও পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে জাফলংয়ের জিরো পয়েন্ট ও সাদাপাথরসহ আশপাশের এলাকা দ্রুত প্লাবিত হয়।


নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় আশপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পানি প্রবেশ করে। কয়েক ঘণ্টার মধ্যেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে।


সাদাপাথর ও জাফলংয়ের অধিকাংশ পর্যটন এলাকা এরইমধ্যে পানিতে তলিয়ে গেছে। ফলে বন্ধ রাখা হয়েছে এসব পর্যটন। তবে মঙ্গলবার (২০ মে) সকাল ১১টার পর থেকে পানি কমতে শুরু করে।


জাফলং ছাড়াও গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতেও পানির প্রবল গতি ও ভাঙনের খবর পাওয়া গেছে। এসব এলাকায় বহু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে নদীর পানি আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি