বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

ধর্মপাশায় চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

  • প্রকাশের সময় : ১৯/০৫/২০২৫ ০৬:৫০:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
62

সুনামগঞ্জের ধর্মপাশায় চুরির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নাঈম মিয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 


আটককৃত নাঈম সেলবরষ ইউনিয়নের বনগাবী কুলনী পাড়া গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে। 


পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে ৩টি দোকান থেকে চুরি করে মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন নাঈমকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হলে সে জানায়, সেলিমের মনোহারী, সজীবের ফার্মেসি ও জয়নালের চায়ের দোকান থেকে এসব মালামাল চুরি করেছে। পরে ছেলে আটক হওয়ার খবর পেয়ে তার মা আসলে মালামাল রেখে তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। চুরির বিষয়টি সকালে জানাজানি হলে চোরকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন দুপুরে  ঘটনাস্থল থেকে নাঈমকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, চোরকে আটক করে আমাদের খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, নাঈম একটি মাদক মামলার পলাতক আসামি ছিল। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি