বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে যুবককে কু পি য়ে ২ লাখ টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : ১৯/০৫/২০২৫ ০৪:৪৭:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
48

সিলেটের কোম্পানীগঞ্জে যুবককে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (১৯ মে) সকালে কোম্পানীগঞ্জের দক্ষিণ বুড়দেও গাংপার এলাকায় এ ঘটনা ঘটে।


এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন অভিযোগের বিষয়ে এখনো তিনি কিছু  জানেন না।


অভিযোগ সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপার এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত শমসির আলীর ছেলে ইমাদ উদ্দিন (২৭) তার বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী ভাইয়ের দোকানে ২ লাখ টাকা নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা হলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাংপারের রাস্তায় প্রতিবেশী সফিক মিয়া ও তার সহযোগিরা ইমাদকে চাকু-ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেন।


সফিক মিয়া ও তার সহযোগিদের সঙ্গে ইমাদের পরিবারের নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ রয়েছেন বলে জানা গেছে।


ছিনতাই ঘটনার পর আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারীরা পালিয়ে যান এবং ইমাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


এ ঘটনায় ইমাদের ভাইবিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো.আল আমিন বেলা আড়াইটার দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রটি ডিউটি অফিসার তরিকুল ইসলাম রিসিভ করেছেন।


জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, অভিযোগের বিষয়ে এখনো তিনি কিছু জানেন না। অভিযোগ দেওয়া হলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি