গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের মাতা অলকা রানী পাল পরলোকগমন করেছেন। সোমবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন তিনি।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার মুগড়া এলাকার বাসিন্দা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ এলাকায় অলকা রানী পালের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের মাতার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
এক শোক বার্তায় বিদেহী আত্মার চিরশান্তি কামনা এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।