বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

ধর্মপাশায় ছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ১৯/০৫/২০২৫ ০৩:১৭:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
36

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণকারী আলজাসসাস চৌধুরী ওরফে আদন (২৪) এবং মুক্তিপন দাবিকারী তার বাবা হামিদুল ইসলাম চৌধুরী মিলনের (৪৮) শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


আদন ও মিলন উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা। 


রোববার (১৮ মে) সকাল ১১টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে ছাত্রীর বাবাসহ অন্যান্যের মাঝে বক্তব্য দেন বাদশাগঞ্জ সরকারি পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। 


মামলা সূত্রে জানা গেছে, আলজাসসাস চৌধুরী আদন মেয়েটি স্কুলে আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দিত। মেয়েটি প্রত্যাখ্যান করে তার পরিবারকে জানালে আদনকে জিজ্ঞাসাবাদ সহ বাধা নিষেধ করেন মেয়েটির বাবা, এতে আরো ক্ষিপ্ত হয় আদন। পরে বৃহস্পতিবার দুপুরে মেয়েটি (১৬) বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তার ব্যবহারিক খাতা জমা দিয়ে বিদ্যালয়ের সামনে আসলে সেখান থেকে তাকে অপহরণ করে আদন ও তার আরেকজন সহযোগী। পরে বিষয়টি আদনের বাবা হামিদুল ইসলাম চৌধুরী মিলনকে জানানো হলে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে মিলন। কোন উপায় না পেয়ে ঘটনার পরের দিন মামলা দায়ের করেন মিয়েটির বাবা। 


আদনের বাবা হামিদুল ইসলাম মিলন বলেন, আদন ও মেয়েটি মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি আদনের সাথে স্বেচ্ছায় চলে যাওয়ায় আদালত ও কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আদন শেয়ার করেছে। 


ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি