শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৮ মে বিকাল ২ টায় বিদ্যালয় হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা নুরজাহান মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন।
প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন এর সঞ্চালনায় , সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল আলীম, সহকারী প্রধান শিক্ষক সৈয়দুজ্জামান, সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, উত্তম চক্রবর্তী, অভিভাবক সদস্য হাজী ফজলু মিয়া সুলেমান তালুকদার, আসক আলী, জয়দুন বেগম প্রমুখ।