বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

বিশ্বনাথে ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : ১৭/০৫/২০২৫ ০৯:১৪:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করলেন ইউএনও।
Share
34

‘আমার বিদ্যালয়, সবুজ বিদ্যালয়’ স্লোগানকে সামনে রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে।


শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে রোপনের জন্য প্রধান শিক্ষকদের হাতে ‘ফলজ ও ভেষজ’ গাছের ৬ শতাধিক চারা তুলে দেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেলা রানা ও উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।


বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মখর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, প্রতিনিয়ত আমাদের পরিবেশের বিপর্যয় হচ্ছে, এতে করে কোমলমতি শিক্ষার্থীসহ আমরা সবাই হুমকির মুখোমুখি হতে যাচ্ছে। তাই বিদ্যালয়গুলোর আঙ্গিনা যদি গাছের সমারোহ থাকে, তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে এবং সেই সাথে পরিবেশ বিপর্যয় অনেকটা কমে আসবে। আর এই ভাবনা থেকেই ‘আমার বিদ্যালয়, সবুজ বিদ্যালয়’ কর্মসূচি গ্রহণ করেছে সরকার।


উল্লেখ্য, গত ৮মে বিশ্বনাথ উপজেলা পরিদর্শনকালে উপজেলাব্যাপী ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাস মোহাম্মদ শের মাহবুব মুরাদ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি