বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নাজমুল কবির পাভেল সভাপতি ও আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
আজ শনিবার (১৭ মে) নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সদস্যদের প্রত্যেক্ষ ভোটে নাজমুল কবির পাভেল সভাপতি, আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সাধারণ সম্পাদক এবং জাবেদ আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
কমিটির বাকি সদস্যরা হলেন সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহসভাপতি শেখ আবদুল মজিদ,সহ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন,প্রচার প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলি।
এর আগে, বৃহস্পতিবার (১৫ মে) নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। কমিশনের দায়িত্বে ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনের পুরো কার্যক্রম অনুষ্ঠিত হয় এসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারির হলরুমে।
এবারই প্রথমবারের মতো এসোসিয়েশনের সকল পদে একটি পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০০ সালের ৭ মে প্রতিষ্ঠিত এ সংগঠন সিলেটের স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০২৩-২০২৫ সনের কমিটির সময়ে সংগঠন নিজস্ব কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করে।
এদিকে নবনির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছে সিলেট প্রতিদিন পরিবার।