বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে হবিগঞ্জের যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ১৬/০৫/২০২৫ ০১:৪৬:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
65

মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের বান্নীরঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ তাহির মিয়া (৩৬)। তিনি সাত বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে দেশটির কোয়ান্টান পাহাং জেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তাহির মিয়া। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বড় ভাই মো. চাঁন মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহির মিয়া মোবাইল ফোনের মাধ্যমে এক বছর আগে একটি মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাগজপত্র ঠিক করে দেশে ফিরে স্থায়ীভাবে সংসার গড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। 


তাহির মিয়ার মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে শোক বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মোল্লা জানান, মৃত্যুর খবর শুনে তাহির মিয়ার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা শোকে পাথর হয়ে গেছেন। তারা মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় আছেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি