বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

বিশ্বনাথে জোর পূর্বক কালভার্ট ভাঙলেন চেয়রম্যান: ১৪৪ ধারা জারি

  • প্রকাশের সময় : ১৪/০৫/২০২৫ ০৮:২৮:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
65

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান লিটন (৫০) পক্ষকে না জানিয়ে জোর পূর্বক কালভার্ট ভাঙার অভিযোগে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।


বুধবার দুপুরে আদালতের নির্দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের মৃত নুর মিয়ার ছেলে সুলতান মিয়া (৪৫) ও অপর পক্ষ হাজী তৈমুছ আলী (৬৫) এর বাড়ির দক্ষিণ পাশে কালভার্ড ভাঙা স্থানে ওই ১৪৪ ধারা জারি করা হয়।


গত ১৩ মে ওই স্থানে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারির জন্য সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত করেন সুলতান মিয়া (৪৫)। বিশ্বনাথ বিবিধ মামলা নং- ৩৯/২০২৫। জোর করে কালভার্ট ভাঙার অভিযোগ এনে দরখাস্ততে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনকে প্রধান অভিযুক্ত করে অলংকারী গ্রামের হাজী তৈমুছ আলী (৬৫), আইয়ব আলী (৫৫) ও আব্দুল খালিক (৪৫)সহ আরও ৩ জনের নাম উল্লেখ করা হয়।


বাদী অভিযোগে উল্লেখ করেন, তার বাবা ও চাচারা জীবদ্দশায় ব্যক্তিগত মালিকানাধীন জায়গার ওপর বাড়ির লোকজন চলাচলের জন্য একটি কালভার্ড নির্মাণ করেন। গত ৮ মে সকাল ৯টায় চেয়ারম্যানের নেতৃত্বে অন্যান্য বিবাদীরা জোর পূর্বক ওই কালভার্টটি আংশিক ভেঙে দেয়। বর্তমানে তারা সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের মৌরশী সম্পত্তির ওপর দিয়ে জোর পূর্বক রাস্তা ও সেতু নির্মানের পরিকল্পনা করে করে আসছে। তাই আদালতে সুলতান মিয়া এই অভিযোগ দাখিল করলে আদালত সেখানে ১৪৪ ধারা জারির জন্য আদেশ দেন।


জানতে চাইলে চেয়ারম্যান আতিকুর রহমান লিটন তিনি কালভার্ট ভাঙার কথা অস্বীকার করে বলেন, স্থানীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি সেখানে একটি বড় সেতু নির্মানের জন্য এডিপি থেকে ৩ লাখ টাকা বরাদ্দ এনেছি। তাই সেখানে থাকা ছোট কালভার্টটি ঠিকাদার ভেঙেছেন বলে জানান।


এবিষয়ে হাজী তৈমুছ আলী বলেন ভাঙা কালভার্টটি তাদের বাবা ও চাচারা করেছেন। কিন্তু এই কালভার্ট দিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় তারা সেখানে বড় একটি সেতু করে দেয়ার জন্য চেয়ারম্যানের কাছে আবদার করেন। আর এরই পরিপ্রেক্ষিতে সবার স্বার্থে চেয়ারম্যান সেখানে সেতু করার উদ্যোগ নিয়ে এই ছোট কালভার্ট ভাঙছেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি