বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে অজ্ঞাত যুবকের ঝু'লন্ত লা'শ উদ্ধার

  • প্রকাশের সময় : ১৪/০৫/২০২৫ ০৪:৪২:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : মোঃ জাকির আহমদ
Share
84

সিলেটের গোলাপগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক ২৭ বছর। 


বুধবার (১৪ মে) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজগাঁও গ্রাম থেকে একটি গাছের সাথে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।


স্থানীয়দের ধারণা রাতের আঁধারে কেউ তাকে মেরে লাষটি গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে। তবে, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।


তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরো জানান, লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ চলছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি