বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : ১১/০৫/২০২৫ ০৭:৫৪:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
56

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজারে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১মে) বিকাল ৪টায় উপজেলার দয়ার বাজার পয়েন্টে  এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 


প্রতিবাদ সভায় বক্তারা বলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল ও  সিলেট জেলা যুবদলের যুগ্ম  সাধারণ সম্পাদক রুহেল আহমদ বাহার, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আহমদ ফরহাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ভাবে এই মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানোর বিরুদ্ধে এলাকাবাসী অত্যান্ত ক্ষু্দ্ধ ও মর্মাহত। এমন অপপ্রচার মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন অপপ্রচার চালাচ্ছে।


সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, ইসলামপুর পুর্ব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, যুবদল নেতা ওয়াহিদ রেজা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শামসুজ্জামান, জবরুল আলম, বদরুল আলম, শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন দুলাল মিয়া, আল-আমীন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি