বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সিলেটে ফাহিম হ'ত্যাকা'রী দের ফাঁ'সির দাবি পরিবারের

  • প্রকাশের সময় : ১১/০৫/২০২৫ ০৫:৩৯:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
48

সিলেটের গোলাপগঞ্জের ফাহিম হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সেই সাথে তাদের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার প্রতি জোর দাবি জানিয়েছেন।


রোববার (১১ মে) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।


সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নিহত ফাহিম আহমদের (২৭) ভাই মহসিন কামরান জানান, নিজের বাড়িতে ত্যাজ্য করে দেয়া তার ফুফু কুলসুমা বেগম ও ফুফুতো ভাই, একই গ্রামের জিলাল উদ্দিনের সন্তানদের আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আমার দাদা, বাবা আলীম উদ্দিন ও চাচারা। কিন্তু তারা জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে কুলসুমা ও তার ছেলে মাহিদের সহযোগীতায় অপর ছেলে সাঈদ আহমদ (২৩) আমার ভাই ফাহিমকে ছুরিকাঘাত করে। পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে তাদের তিনজনকে আসামী করে আমার পিতা আব্দুল আলীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ৯ মে দিবাগত রাত ১১টার দিকে ব্রাম্মনবাড়িয়ার একটি কলোনি থেকে তাদের ৩জনকেই গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ।


কামরান এই হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত শেষে ন্যায় বিচার নিশ্চিত এবং আসামীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি কুলসুমা বেগমের সৌদিআরব প্রবাসী ছেলে জাহিদ হোসাইন মামলা প্রত্যাহার না করলে আরও হত্যার হুমকি দিয়েছেন। এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানায় জিডিও দায়ের করা হয়েছে।


তিনি জাহিদের হুমকি, হত্যাকাণ্ডের নেপথ্যে আর কোনো ইন্ধন বা অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, সে ব্যাপারে ব্যাপক তদন্তের জোর দাবি ও সংশ্লিষ্ট সব হত্যাকারীর ফাঁসির দাবি জানান। কামরান আশা প্রকাশ করেছেন, ফাহিম হত্যার ন্যায়বিচার নিশ্চিতে সিলেটের প্রশাসনসহ গণমাধ্যম কর্মীরা তাদের পাশে থাকবেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত ফাহিমের পিতা মাওলানা আব্দুল আলীম, চাচা আব্দুল হান্নান, বারোকোট গ্রামবাসীর পক্ষে সনজিদ আলী, খালেদ আহমদ, নইম আহমদ ও শাহ আলম।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি