বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

সিলেটের ফাহিম হ'ত্যা : দুই ছেলেসহ মা কা'রাগা'রে

  • প্রকাশের সময় : ১১/০৫/২০২৫ ০৩:২৫:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ফাহিম আহমদ।
Share
76

সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে ফাহিম আহমদ নামের এক যুবককে হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


গ্রেফতারকৃত আসামীরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে এবং প্রধান অভিযুক্ত সাঈদ আহমদ (২৩) ও মাহিদ আহমদ (১৯)।


গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোলাপগঞ্জ থানার এসআই আবু সাঈদ।


আরো পড়ুন : গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছু.রি.কা.ঘা.তে যুবক খু.ন


প্রসঙ্গত, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে পশ্চিম বারোকোট গ্রামের মাওলানা আবদুল আলিমের ছেলে ফাহিম আহমদ ছুরিকাহত হন। সাঈদ আহমদ ও পরিবারের লোকজন তাকে ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আবদুল আলিম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। 


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি