বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে মারধর

  • প্রকাশের সময় : ১০/০৫/২০২৫ ০৩:৫৬:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
57

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৭টায় এ ঘটনা ঘটেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের আহ্বায়ক আরিফ তালুকদার।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এরপর সন্ধ্যা ৭টায় রিকশায় করে ফেরার পথে শহরের পুরাতন হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত তাদের পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থা তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার জানান, বিভিন্ন অভিযোগে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। তাঁর নেতৃত্বে আজ হামলা করা হয়েছে। হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।


হ‌বিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার ব‌লেন, ‘ঘটনা শু‌নে‌ সেখা‌নে ফোর্স পা‌ঠি‌য়ে‌ছি। অভিযো‌গের ভি‌ত্তি‌তে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

অব‌্যাহ‌তিপ্রাপ্ত সা‌বেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবের মোবাইলে ফোন করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়‌নি।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি