সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

সিলেটে জমজম আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৫/০৬/২০২৩ ০২:৩৬:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34

সিলেট মহানগরীর দরগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জুন) সকালে শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেন ( ৩০)নামের ওই যুবক মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ সোমবার সাকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাবেরের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি