রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

জনকল্যাণ বাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : ৩১/১০/২০২৫ ২৩:৫৮:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারে শুক্রবার (৩১ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিশিষ্ট সমাজসেবী আহমদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আধুনিক শিক্ষার কোন বিকল্প নেই। আধুনিক শিক্ষার প্রসারে সবার আগে আমাদের সুশিক্ষিত নেতা নির্বাচন করতে হবে। তবেই আমাদের দেশের উন্নতি ঘটবে।


তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তি।  বিএনপি এই আসনে তাকে মনোনয়ন দিলে এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।


মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী আখলিছ মিয়া, নেফুর মিয়া, আব্দুস সোবহান, আব্দুল কাইয়ুম, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজসর্মী নাবির নিজাম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, সাব্বির আহমেদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমেদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, আব্দুল সালাম, দীপু আহমেদ প্রমুখ।


একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজার, কলুমা মোহাম্মদপুর, গহরপুর, মুরারবাজার, মাদ্রাসা বাজার, আয়না মার্কেট, নশিওরপুর বাজারে গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি