শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

ছাতকে তারা বিলের' মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করলেন ওসি সফিকুল ইসলাম

  • প্রকাশের সময় : ১১/১০/২০২৫ ২২:৫৭:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
22

ছাতক সদর ইউনিয়নের তারা বিলের মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্যজীবী বিল মালিক পক্ষের অর্থায়নে শনিবার পোনা মাছ অবমুক্ত করেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান। 


শনিবার  দুপুরে আনুষ্ঠানিকভাবে তারা বিলে মাছের পোনা অবমুক্ত করার সময় অনুষ্ঠিত কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।



ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান এসময় বলেন,“কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।। কেউ যদি কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”মাছের বংশবৃদ্ধি ও পরিবেশ রক্ষায় অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের বক্তব্যে স্হানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা পরিলক্ষিত হয়েছে। এ ব্যাপারে তারা অতি সচেতন হয় কাজ 

করবেন।


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি