শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

গোলাপগঞ্জে ৩টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৫হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৮/১০/২০২৫ ২২:৪৭:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

সিলেটের গোলাপগঞ্জে ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৪৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনীতে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।


জানা যায়, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ব্যতীত ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় তিস্তা লাইভ বেকারী জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট, কেক ও চানাচুর উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ ও গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করায় ফুলবাড়ি ফুড প্রোডাক্টস সহ ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই), বিভাগীয় কার্যালয়, সিলেট এর একটি টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি