বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ৩টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৫হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৮/১০/২০২৫ ২২:৪৭:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

সিলেটের গোলাপগঞ্জে ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৪৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনীতে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।


জানা যায়, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ব্যতীত ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় তিস্তা লাইভ বেকারী জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট, কেক ও চানাচুর উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ ও গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করায় ফুলবাড়ি ফুড প্রোডাক্টস সহ ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই), বিভাগীয় কার্যালয়, সিলেট এর একটি টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি