বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে নোমান হত্যা : প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

  • প্রকাশের সময় : ০৮/১০/২০২৫ ২২:১২:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
12


জকিগঞ্জ প্রতিনিধি :সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। বুধবার বিকেলে স্থানীয় কালিগঞ্জ বাজারে 

আটমহল্লা প্রবাসী ঐক্য পরিষদ, কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি, বৃহত্তর কালিগঞ্জ বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ, বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশন, মানিকপুর সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদল, বৃহত্তর কালিগঞ্জ ছাত্র ঐক্য পরিষদ,  ইসলামি ছাত্র আন্দোলন, শ্রমিক আনদোলন, ইছামতি কামিল মাদ্রাসা তালামীয, ইছামতি ডিগ্রি কলেজ তালামীয ও মানিকপুর ইউনিয়ন তালামীয, কালিগঞ্জ মাইক্রো শাখার শ্রমিকবৃন্দ, খলাদাপনিয়া ইসলামি যুব সংঘ, স্বপ্নছোঁয়া যুবকল্যাণ সমিতি সহ

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।


মানিকপুর ইউনিয়নের সাবেক মেম্বার, বিএনপি নেতা কবির আহমদের সভাপতিত্বে এবং মানিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওছার আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে হাজারো মানুষ অংশ নেন। এ সময় এলাকাজুড়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— জেলা কৃষকদলের আহবায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার,আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন সামন, কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মো. আবুল হোসেন, কালিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ব্যবসায়ী নোমান উদ্দিন চৌধুরী, মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলী, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম,

কবিরুল হাসান মেম্বার, প্রবাসী মঈন উদ্দিন, সুমন আহমদ, আল ইসলাহ নেতা সুফিয়ান আহমদ, জমিয়ত নেতা কাজী ইমরান হোসাইন এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ প্রমুখ।


বক্তারা অভিযোগ করেন, ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। তারা বলেন, মামলায় বাদী করা হয়েছে হত্যার আসামিকে, অথচ প্রধান সন্দেহভাজন হানিফ সুমনকে রিমান্ডে নেয়া হচ্ছে না। বক্তারা দাবি করেন—এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে।


সমাবেশে বক্তারা আরও বলেন, নোমান উদ্দিন ছিলেন একজন সৎ ও শান্তিপ্রিয় ব্যবসায়ী। তাঁর নির্মম হত্যার পরও প্রকৃত খুনিদের এখনো গ্রেফতার না করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বক্তারা অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার, স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তাদের বক্তব্যে পুরো কালিগঞ্জ বাজারে একটাই স্লোগান ধ্বনিত হয়—“নোমান হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই!”


এ নিয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, সন্দেহভাজন আসামি হানিফ আহমদ সুমনকে ৭ দিনের রিমান্ডে পেতে ৬ অক্টোবর আদালতে আবেদন করা হয়েছে। এখনো শুনানি হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সুমনকে রিমান্ডে পেলে আরও তথ্য মিলবে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নোমান হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন ও জড়িত আসামিদেরকে সনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। কারো প্রভাবে পুলিশ প্রভাবিত হবে না। ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পুলিশ সেগুলো যাচাই বাছাই করছে।


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি