শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

'শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা অত্যাবশ্যক'

  • প্রকাশের সময় : ০৫/১০/২০২৫ ২২:০৬:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত।
Share
39

শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। তারা বলেন,মাধ্যমিক শিক্ষকরা নানা ক্ষেত্রে বঞ্চিত ও বৈষম্যের শিকার।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৫ অক্টোবর) বিকেলে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) আয়োজনে অংশীজনদের সাথে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকবৃন্দের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার ও গীতা পাঠ করেন বিভাস রঞ্জন দাস।

সভায় শিক্ষক নেতারা জানান, শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি একটি মহান দায়িত্ব।শিক্ষক সমাজের ৫ দফা দাবি ন্যায্য ও যৌক্তিক। এ ব্যাপারে জনমত সৃষ্টিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান শিক্ষক নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় কিছু জরুরি দাবি বহুদিন ধরে অনিষ্পন্ন হয়ে পড়ে আছে, যা বাস্তবায়ন না হলে কাঙ্ক্ষিত শিক্ষা উন্নয়ন সম্ভব নয়।

৫ দফার প্রধান দাবি সমূহ হলো- মাধ্যমিক শিক্ষার জন্য স্বতন্ত্র শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ। চার স্তরীয় পদসোপান বাস্তবায়ন। মাধ্যমিক শিক্ষা কার্যালয়সমূহের স্বাতন্ত্র্য ও মর্যাদা বজায় রাখা এবং আঞ্চলিক উপপরিচালকদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ।বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি সম্পন্ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ প্রদান।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম ও দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিপ্তর বাস্তবায়ন পরিষদের আহবায়ক আবু সাইদ মো.আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপি বেগম, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ সিলেটের অর্থ সম্পাদক সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলী মুর্তজা, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ সিলেটের প্রচার সম্পাদক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.ন.ম সুফিয়ান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের দপ্তর সম্পাদক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন,কাশেম আলী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আহাদুজ্জামান।


সভায় আরও বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।


সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ ৫ দফা দাবী বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।


সভায় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি