সিলেটের বিশ্বনাথে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পর্যায়ে ৪৭ জন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা কর্মবিরতী পালন করেছেন।
শনিবার (৪অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত সারাদেশের ন্যায় ৬ দফা দাবিতে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মবিরতী পালন করা হয়।
স্বাস্থ্য সহকারী দিবাংশু গুণের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী মো.মুহিবুর রহমানের পরিবাচালনায় কর্মবিরতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসেন, আরজ আলী ও জয়ন্ত কুমার।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী কবির আহমদ, সুভ্রত দেব সুমন, রুহুল আমীন, সুধাংশু দেব, ঝিশু দেব, সাগর দাশ, বজলু মিয়া, রেবেকা সলিতানা, দিনা বেগম, সজল দেবনাথ, কায়েস মিয়া, সতি রানী, খসরু মিয়া, পিঝুষ কান্তি, হেপি রানী, কেলা রানী, সীমা রানী, রিপন কুমার, ছুমু রানী, মজাহিদ মিয়া জুনাইদ আহমদ, নিশু, শিল্টুসহ ৪৭ জন।
দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে বক্তারা জানান।




বিশ্বনাথ প্রতিনিধি



