সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবির আন্দোলনে গিয়ে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালসহ তিনজনকে রিমান্ডে চায় পুলিশ। শুক্রবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে জাফর ও প্রণবের সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়।
এ তথ্য জানিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কতোয়ালি থানার এসআই রুপক সরকার জানান, আদালতে আজ তিন আসামির সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। যানবাহন ভাঙচুরের ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই তাদের রিমান্ডে চাওয়া হয়েছে।
তিনি জানান, আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করেননি।
আবু জাফর ও প্রণব জ্যোতি পাল ছাড়াও রিমান্ডের আবেদন করা অন্য আসামি হলেন আজমল হোসেন।
জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা চালকদের পক্ষে আন্দোলনে ছিলেন বাসদের এই দুই নেতা। গত ২৭ সেপ্টেম্বর সিলেট নগরের আম্বরখানা এলাকার নিজ কার্যালয় থেকে আলোচনার কথা বলে বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে নিয়ে যায় পুলিশ। পরে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এই দুই নেতার খোঁজ নিতে সিলেট কোতোয়ালি থানায় গেলে সেখানে আটক করা হয় সৈকত ও রনি নামে দুই অটোরিকশা শ্রমিককে। তাদেরও ওই দুটি পৃথক মাললায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের পর সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের দু’জনের জামিন মঞ্জুর করেনতবে ভাঙচুরের নতুন দুটি মামলায় গ্রেপ্তার দেখানোয় কারাগার থেকে ছাড়া পাননি আবু জাফর ও প্রণব জ্যোতি পাল।
নতুন মামলায় তাদের গ্রেপ্তার প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকশিনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলা করেছেন সিলেট সিটি করপোরেশর মনিটর সুপার ভাইজার রুহেল মিয়া। বেআইনিভাবে জড়ো হয়ে সিসিকের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে সরকারি কর্মচারীদের কাজে বাঁধা প্রদান, ক্ষয়ক্ষতির চেষ্টার অভিযোগে তিনি মামলা করেন। অপর মামলাটির বাদী গাড়িচালক ইব্রাহিম মিয়া। মেন্দিভাগ এলাকায় তার প্রাইভেটকার ভাঙচুর, আহতের অভিযোগে তিনি মামলা করেন। দুই মামলায়ই আসামি করা হয়েছে আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে।