সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা.দেলোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে নিজ উপজেলায় অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের অভিযোগে প্রতিবাদ সভা করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে তার নিজ উপজেলাবাসী এই প্রতিবাদ সভার আয়োজন করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এই দুর্নীতিবাজ কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন সুমনকে দ্রুত অপসারণ করা না হলে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। এছাড়াও অপসারণের পাশাপাশি অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তদন্ত করে তাকে শাস্থির আওতায় আনতে হবে।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব রক্ষক আলী আহমদকেও অপসারণের দাবি জানান বক্তারা।
এলাকার মুরব্বি আনিসুজ্জামান খানের সভাপতিত্বে ও তাজুল ইসলাম সাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা বশির আহমদ।
এলাকাবাসীর পক্ষে আরও বক্তব্য রাখেন, মাষ্টার হেকিম উদ্দিন, কাওসার আহমদ তুলাই, ইসলাম উদ্দিন, সুন্দর আলী, নেপুর আলী, সামির আলী, মনির মিয়া, আব্দুস শহীদ ও শিহাব উদ্দিন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডা.দেলোয়ার হোসেন সুমনকে পাওয়া যায়নি। এছাড়াও সরকারী ব্যবহৃত মোবাইল ও তার ব্যাক্তিগত মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।