মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
অতিরিক্ত পুলিশ সুপারের অনুসন্ধানী প্রতিবেদন-গোচারণ ভূমি দখলে বাঁধার জের

বিশ্বনাথে মিথ্যা মামলায় হয়রানির শিকার তেঘরী গ্রামবাসী!

  • প্রকাশের সময় : ২৯/০৯/২০২৫ ২২:৪০:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের প্রতীকী ছবি
Share
29

সিলেটের বিশ্বনাথে কথিত আইনজীবি ও তার চাচাতো ভাইয়ের মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছেন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরী গ্রামবাসী। দীর্ঘদিন ধরে তাদের একাধিক মিথ্যা ও হয়রানি মূলক মামলায় জেল কেটে অতিষ্ট হয়ে পড়েছেন গ্রামের লোকজন। তবে এই জেল জুলুমের শিকার নিরীহ কৃষক গ্রামবাসী নিজেদের কোনো স্বার্থের জন্য হননি। তারা জেল জুলুমে হয়রানির শিকার হচ্ছেন সরকারি ভূমি (গোচারণ ভূমি) দখলমুক্ত রাখার জন্য। আর এই ভূমির মালিক হচ্ছেন সিলেট শহরের খাজাঞ্চি বাড়ীর হিন্দু জমিদারের নামে রেকর্ডীয়।


প্রায় শত বছর ধরে ভূমি খানা গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছেন তেঘরী গ্রামবাসী। কিন্তু তেঘরী গ্রামের বাসিন্দা কথিত আইনজীবি শামীম আহমদ ও তার চাচাতো ভাই সাজ্জাদুর রহমান ওই ভূমি দখল করতে মরিয়া হয়ে ওঠেছেন। আর এই ভূমিকে তাদের হাত থেকে রক্ষা করতে গিয়ে গ্রামের মানুষ একের পর এক মিথ্যা মামলায় জেল কেটে হয়রানির শিকার হচ্ছেন। এমন অভিযোগ এনে গ্রামবাসী নিরুপায় হয়ে ওই কথিত আইনজীবি ও তার চাচাতো ভাইয়ের হাত থেকে বাঁচতে প্রশাসনের ভিবিন্ন দফতরে একাধিক লিখিত আবেদন দিয়েও কোনো উপকার পাচ্ছেন না। অবশেষে চলতি বছরের ২৬ জানুয়ারী সিলেটের ডিআইজি কার্যালয় ও ৩ ফেব্রুয়ারী পুলিশ সুপার কার্যালয়ে গ্রামবাসীর পক্ষে পৃথক আবেদন করেন তেঘরী গ্রামের মৃত তজমুল আলীর ছেলে মো.আঙ্গুর মিয়া।

আবেদনগুলো অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য পাঠানো হয় অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম-সেবা’র কাছে। 


মো.আঙ্গুর মিয়ার ওই লিখিত অভিযোগের সত্যতা পেয়ে তিনি গত ২৫ মে এই আবেদনের প্রতিবেদন জমা দিয়েছেন ডিআইজ ও পুলিশ সুপারের কাছে। স্মারক নং-৫৮৪।


আর এই প্রতিবেদনের একটি অংশে অতিরিক্ত পুলিশ সুপার লিখেছেন, বিবাদী সাজ্জাদুর রহমান তার আপন চাচাতো ভাই কথিত আইনজীবি মো. শামীম আহমদের প্ররোচনায় গ্রামের অশিক্ষিত কৃষক নিরীহ লোকদের আইনের ফাঁকফোঁকরে নানাভাবে ঘটনা সাজিয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। মামলাবাজ, ভূমি দখলকারী সাজ্জাদুর রহমান ও তার চাচাতো ভাই আইনজীবি শামীম আহমদের হাত থেকে তেঘরী গ্রামবাসীকে রক্ষার জন্য অত্র অভিযোগ দায়ের করেন। শামীম আহমদ একজন নবীন আইনজীবি। আর সে আইনজীবি পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় দাপট দেখিয়ে মামলা দিয়ে হয়রানী করছে মর্মে তিনি প্রতিবেদনে উল্লেখ করেছেন। 


তিনি আরও উল্লেখ করেন সাজ্জাদুর রহমান ওই ভূমি দখল করতে না পারায় আক্রোশান্বিত হয়ে চাচাতো ভাই আইনজীবি শামীম আহমদের প্ররোচনায় গ্রামের নিরীহ কৃষকদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনা সাজিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অভিযোগকারী আঙ্গুর মিয়াসহ গ্রামের লোকজনকে হয়রানি করে আসছে মর্মে প্রতীয়মান হয়।


এবিষয়ে রোববার রাতে মোবাইল ফোনে জানতে চাইলে আইনজীবি শামীম আহমদ বলেন, সোমবার দুপুর ৩টার মধ্যে তিনি তার প্যাডে লিখিত বক্তব্য দেবেন। কিন্তু ওইদিন বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করে তার সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি