মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
২১ দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে

আনোরুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ

  • প্রকাশের সময় : ২৮/০৯/২০২৫ ১৯:০৬:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
28

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা বৈধ উপায়-বহির্ভূত বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে সম্পদের পূর্ণ বিবরণ আগামী ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।


রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল আনোয়ারুজ্জামানের পাঠানটুলাস্থ বাসার দরজায় নোটিশ টানিয়ে দেয়।


নোটিশে স্বাক্ষর করেছেন দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম।


দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের স্থির বিশ্বাস- আনোয়ারুজ্জামান চৌধুরী জ্ঞাত আয়ের বাইরে স্বনামে বা বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৬(১) অনুযায়ী, তিনি, তার স্ত্রী ও তার উপর নির্ভরশীলদের সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।


বিবরণী নির্ধারিত সময়ে জমা না দিলে বা মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি