মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে

বিশ্বনাথ পৌরসভার মণ্ডপগুলোতে আর্থিক উপহার দিলেন মুমিন খান মুন্না

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৫ ২২:১৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের বিশ্বনাথে পূজা মন্ডপগুলোতে আর্থিক উপহার প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ।
Share
9

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৭টি মণ্ডপে আর্থিক উপহার প্রদান করেছেন পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মুমিন খান মুন্না।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পৌর শহরের পুরান বাজারস্থ শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মুমিন খান মুন্নার পক্ষ থেকে সবকটি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে এই আর্থিক উপহার তুলে দেয়া হয়।


পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কন্তি দে’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুণ বিভু’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু,  শ্রী শ্রী শনি মন্দির দূর্গাপূজা কমিটির সভাপতি বিজয় কান্তি দে, সদর পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু।


এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সবকটি মন্ডপের সভাপতি সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে মুমিন খান মুন্না বলেন, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়ে তুলতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। এসময় তিনি দুর্গাপূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বনাথ পৌরবাসীসহ সবাইকে শারদীয় দূর্গা পূজার আগাম শুভেচ্ছা জানান।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি