জকিগঞ্জে ভোক্তা অধিকার বাস্তবায়নে সিসিএসের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর উদ্যোগে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবীদের নিয়ে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিলেট জেলা সিসিএসের কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'অসাধু ব্যবসায়ী ও ভোক্তা হয়রানি রোধে জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি। ভোক্তা অধিকার সংরক্ষণে সিসিএস যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।'
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি আবুল হাসান।
বক্তারা বলেন, ভেজাল পণ্য প্রতিরোধ, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও ভোক্তার অধিকার রক্ষায় জনসচেতনতা বাড়াতে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগানো উচিত।
তারা বলেন, ভোক্তা অধিকার আইন অনুযায়ী ক্রেতার প্রতিটি কেনাকাটায় রসিদ পাওয়ার অধিকার রয়েছে, পণ্যের গুণগত মান সম্পর্কে সঠিক তথ্য জানার অধিকার রয়েছে এবং প্রতারণার শিকার হলে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। তারা এসব বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে ইমদাদুল হক জীবন বলেন, “ভোক্তা অধিকার প্রতিষ্ঠা শুধু আইনগত বিষয় নয়, এটি সামাজিক দায়িত্বও। সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সিসিএসের স্থানীয় সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।