মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

‘উন্নতির একমাত্র নিয়ামক হচ্ছে উদ্ভাবন'

  • প্রকাশের সময় : ২৫/০৯/২০২৫ ২৩:২৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
14

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ‘ইনোভেশন মেলা-২০২৫’ আয়োজন করা হয়। ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকা জেসিপিএসসি’র মাল্টিপারপাস শেডে ‘ইনোভেশন মেলা-২০২৫’ এর শুভ উদ্বোধন করেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লে. কর্নেল মাইমুনুল করিম চৌধুরী, এমফিল, এইসি।



‘ইনোভেশন মেলা-২০২৫’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং জেসিপিএসসি’র প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসি'র পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: শাফিকুল হোসেন, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।



প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষের আজন্ম উৎসুক মনোবৃত্তি পৃথিবীকে করেছে সুন্দর, নিত্য-নতুন, সহজতর ও বৈচিত্র্যময়। ব্যক্তির উদ্ভাবনী ভাবনা পুরাতন ও জীর্ণতার শৃঙ্খল থেকে মুক্ত করে আমাদের দিচ্ছে আধুনিক পৃথিবী। জগতব্যাপী মনীষী ও  বিজ্ঞানীদের সৃজনশীল চিন্তা, ক্লান্তিহীন প্রচেষ্টা ও কঠোর অধ্যবসায় আমাদের নতুন নতুন উদ্ভাবন দিচ্ছে, ফলে আমরা জীবনকে নতুনভাবে সাজাতে পারছি। এই ধারায় তোমাদেরকেও বিচরণ করতে হবে। তোমাদের সুপ্ত প্রতিভা ও সামর্থের  জানান দিতে হবে। আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আজকের এই উদ্ভাবনী মেলাই তার উৎকৃষ্ট উদাহরণ। সহজ কথায় বলতে গেলে উদ্ভাবনী ক্ষমতার বাস্তবিক উপস্থাপনই হচ্ছে ইনোভেশন। বিশ্বের বিস্ময়কর যত আবিষ্কার তা মানুষের অনুসন্ধিৎসু ও উৎসুক মনের চিরায়ত ভাবনার ফসল। মানুষ আজন্ম নতুনের প্রত্যাশী। তাই সে নতুন দিগন্ত উন্মোচন করতে আগ্রহী। 



শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি বিশ্লেষণধর্মী ও বাস্তবসম্মত বিজ্ঞানচর্চা একজন শিক্ষার্থীকে উদ্ভাবক হিসেবে গড়ে তুলবে। বিজ্ঞান শিক্ষার ফলে কুসংস্কার, অন্ধ আবেগ, ভুল বিশ্বাস সমাজ থেকে দূরীভূত হবে। বিজ্ঞান শিক্ষার গুণে শিক্ষার্থীদের বুদ্ধির বিকাশ ঘটবে, চিন্তা-ভাবনা ও বোধশক্তির উন্নতি হবে। বস্তুত সত্য উপলব্ধির ক্ষেত্রে তোমরা অনেক দূর এগিয়ে যাবে। নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে তোমরা দেশের সার্বিক উন্নয়নে ও মানব কল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে সক্ষম হবে।



অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্বের জাগরণ। সৎ ও অসত্যের এবং ভালো ও মন্দের পার্থক্য নির্ণয় করার আত্মোপলব্ধি। বিজ্ঞান শিক্ষা একটি বিশেষ ধরনের শিক্ষা হলেও শিক্ষার মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন নয় বরং বিজ্ঞান শিক্ষার বিশেষ দিক হচ্ছে যা মানুষকে বিভিন্ন বিষয়ে বিশেষরূপে জানতে সহায়তা করে। তোমরা হবে সকল অন্ধ বিশ্বাস ও কুসংস্কারমুক্ত আধুনিক মনের শুদ্ধ মানুষ।



‘ইনোভেশন মেলা-২০২৫’ সকল অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য ছিল উন্মুক্ত। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ইনোভেশন মেলার প্রাঙ্গণ এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলায় ৮২ টি প্রজেক্ট প্রদর্শিত হয়।  তাদের নতুন নতুন ধারণার সুনিপুণ উপস্থাপনে আগত সবার মাঝে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জিত হয়। বিচারকমণ্ডলি শিক্ষার্থীদের প্রজেক্ট উপস্থাপন ও বর্ণনা শুনে বিচারকার্য পরিচালনা করেন। প্রজেক্ট উপস্থাপনকারী চারটি হাউসের মধ্যে সুরমা হাউসকে চ্যাম্পিয়ন এবং মেঘনা হাউসকে রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। ৪টি গ্রুপভিত্তিক প্রজেক্টের মধ্যে প্রত্যেক গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রজেক্টেকে ১২টি পুরস্কার প্রদান করা হয়।


‘ইনোভেশন মেলা-২০২৫’ এ বিচারক হিসেবে দায়িত্বপালন করেন জনাব মোদাব্বির হোসেন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ, সিলেট এবং জনাব সাদমান সাকিব, সিনিয়র প্রভাষক, ইইই বিভাগ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি।


জেসিপিএসসি’র উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক শারমীন আকতার এর সার্বিক দিক নির্দেশনায় ‘ইনোভেশন মেলা-২০২৫’ এর বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক শবনম চৌধুরী।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি