সিলেটের ওসমানীনগর উপজেলায় এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার স্বীকার ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন (৪০) তিনি স্থানীয় দয়ামীর বাজারের হোসাইন এগ্রোর স্বত্বাধিকারী।
২২ জুলাই সকাল ১১ ঘটিকায় এলাকার চিহৃিত সন্ত্রাসী ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী ভাঙচুর ও হামলা চালায় এবং দিলোয়ারসহ দোকানের কর্মচারীদের মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে দিলোয়ার হোসেনকে দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। এ সময় তাঁর দুই কর্মচারী রায়হান আহমেদ ও সুজন মিয়া বাধা দিতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা প্রকাশ্যে হুমকি দেয়—যদি তিনি দোকান আত্মীয় কামাল হোসেনের হাতে না ছেড়ে দেন, তবে প্রাণে মেরে ফেলা হবে। এছাড়াও ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়।
গুরুতর আহত অবস্থায় দিলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে পারাডাইস মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। এই হামলার ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েন।
ভুক্তভোগী দিলোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁর চাচাতো ভাই কামাল হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে দোকান দখলের চেষ্টা করে আসছিলেন। সড়ক সম্প্রসারণ প্রকল্পের কারণে তাঁর দোকানের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে কামাল ও তাঁর সহযোগীরা এ হামলার ঘটনা ঘটায়।
তিনি আরও জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দিলেও রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ ব্যবস্থা নেয়নি ।
স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।