সিলেটে নগরে এক রিকশাচালক ‘গায়ে পেট্রল ঢেলে’ আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে, সিলেট নগরীর মিরাবাজার এলাকায় মারা যান তিনি।
স্থানীয় কিছু লোকজন দগ্ধ লোকটিকে শনাক্ত করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া দেহ উদ্ধার করে।
নিহত রিকশাচালকের নাম মনসুর মিয়া (৩৬)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনসুর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আতামহত্যা করেছেন মনসুর।
তবে স্থানীয় কেউ কেউ বলছেন, ‘পুলিশি ধরপাকড়ে রুটি রুজির পথ বন্ধ হওয়ার হতাশায় তিনি রিকশা নিয়ে রাস্তায় নেমে এভাবে প্রকশ্যে আত্মাহুতি দিয়েছেন।’
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ৮টায় নগরীর কোতোয়ালি থানাধীন মীরাবাজারে রিজভী মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে রিকশাচালক মনসুর একই এলাকার হোটেল জাহানের সামনের গলির ভেতর এসে গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে মারা যান। তার বাড়ি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামে। বাবার নাম জামিউল ইসলাম।
এতে বলা হয়, স্ত্রীর সাথে মনোমালিন্য ও পারিবারিক অশান্তির কারণে মনসুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট নগরীতে গত সোমবার থেকে ব্যাটরিচালিত অবৈধ রিকশাসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। এ কারণে নগরীতে ব্যাটরিচালিত রিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এসব রিকশার অনেক চালক বেকার হয়ে পড়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সঙ্গে মনোমালিন্যতার জেরে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যতার জের আছে কি না, বিষয়টি পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে তার প্যাডেলচালিত রিকশাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’