মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

ড৷ ইউনুসের আগমন ঘিরে নিউইয়র্কে বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের হাতাহাতি

  • প্রকাশের সময় : ২২/০৯/২০২৫ ২৩:০৬:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
15

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপরীতমুখী কর্মসূচি ঘিরে সংঘাতে জড়িয়ে পড়েছেন। এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি এবং উত্তেজনা দেখা দেয়।



রবিবার রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মুহাম্মদ ইউনূসসহ প্রতিনিধি দল। সোমবার দুপুরে তাদের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


ড. ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির।


এ সফরকে সামনে রেখে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একটি সমাবেশ করে। সেখানে জানানো হয়, সোমবার বিমানবন্দরে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হবে। সমাবেশে দলের কেন্দ্রীয় ও প্রবাসী নেতারা আওয়ামী লীগের যেকোনো বাধা প্রতিহত করার ঘোষণা দেন।


অন্যদিকে, আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি হাতে নিয়েছে। “যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ” এই স্লোগানে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলটির নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হচ্ছেন। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি ও কানেকটিকাট থেকে নেতাকর্মীরা এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছাতে শুরু করেছেন।


আওয়ামী লীগ নেতারা ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, সেখানেও প্রতিদিন কালো পতাকা প্রদর্শন এবং অবস্থান কর্মসূচি চলবে। শুক্রবার জাতিসংঘে ইউনূসের বক্তব্য চলাকালে বাইরে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি, টাইমস স্কয়ারের নিকটবর্তী ম্যারিয়ট মারক্যুস হোটেলে তার মতবিনিময় অনুষ্ঠান ঘিরেও বিক্ষোভের অনুমতি নেওয়া হয়েছে।


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এসব কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।


দুই পক্ষের এই মুখোমুখি কর্মসূচির কারণে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক ধরনের উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যেই জ্যাকসন হাইটসে একাধিকবার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি