বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

বিশ্বনাথে বিএনপির নেতা ‘আপ্তাব মিয়ার’ বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

  • প্রকাশের সময় : ২১/০৯/২০২৫ ১৯:০৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের বিএনপি নেতা ‘আপ্তাব মিয়ার’ বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা।
Share
48

সিলেটের বিশ্বনাথে বিএনপি নেতা আপ্তাব মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ‘প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আপ্তাব মিয়া খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।


শনিবার রাতে ভোলাগঞ্জ গ্রামের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সভায় আপ্তাব মিয়া বলেন, গত ১৭ সেপ্টেম্বর বিশ্বনাথ থানার এসআই অণিক বড়ুয়া’র বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে লিখিত দেন খাজাঞ্চি ইউনিয়নের গনাইঘর গ্রামের সুন্দর আলীর স্ত্রী শিবলী বেগম (২৫)। এতে সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে শিবলী বেগম বলেন যে, আমি নাকি এসআই অনিক বড়ুয়ার কথা বলে শিবলী বেগমের বাড়িতে গিয়ে তার ঘর থেকে ৩০ হাজার টাকা এনেছি।


শিবলী বেগমের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা দাবি করে বিএনপি নেতা আপ্তাব মিয়া আরও বলেন, এই শিবলী বেগমের অবস্থা এতোটাই নাজুক যে ‘লবন আনতে পান্তা পুড়িয়ে যায়’। এমতাবস্থায় তার মামলা পরিচালনার জন্য আমার কাছে ২ হাজার টাকা ধার চেয়েছিল শিবলী বেগম। তখন আমি টাকা ধার না দিয়ে তার সাথে রাগও করেছি। এখন কথা হলো যে নারী আমার কাছে ২ হাজার টাকা ধার চেয়েছে সে আবার আমার কাছে ৩০ হাজার টাকা দিয়েছে বলে আমার মানহানি করেছে। এসআই অণিক বড়ুয়া একজন ভালো মানুষ, আমার জানামতে তিনি টাকা ছাড়া শিবলী বেগমের মামলার প্রতিবেদন আদালতে দিয়েছেন। শিবলী বেগম আমার প্রতিপক্ষ একটি কুচক্রি মহলের ইন্ধনে আমার এবং এসআই অণিক বড়ুয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও স্থানীয় যুবদল নেতা হেলাল আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় শিবলী বেগমের অপপ্রচারের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও বিশিষ্ঠ মুরব্বি লাল মিয়া, ইসমাইল আলী, মানিক মিয়া, খালিক মিয়া ও যুবদল নেতা সিরাজ মিয়া।


এসময় আশপাশের প্রায় অর্ধশতাকি লোকজন উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি