বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

এশিয়া কাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

  • প্রকাশের সময় : ২১/০৯/২০২৫ ০২:৩৮:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
45

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। যে শ্রীলঙ্কার জয়ে ভর করে বাংলাদেশ সুপার ফোরে এসেছে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরই হারিয়ে দিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।


রান তাড়া করতে নেমে যদিও শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই নুয়ান থুশারার বলে বোল্ড হয়ে ফিরেন তানজিদ হাসান। সেখান থেকে লিটন দাস ও সাইফ মিলে ৫৯ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ৬.৩ ওভারের মাথায় দলীয় ৬০ রানের সময় লিটন ফিরেন ১৬ বলে ৩ চারে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে।


এরপর তৃতীয় উইকেটে সাইফ ও হৃদয় গড়েন ৫৪ রানের জুটি। তাতে বাংলাদেশ জয়ের ভিত আরও দৃঢ় হয়। ১১৪ রানের মাথায় সাইফ একটি বাজে শট খেলে আউট হন। যাওয়ার আগে ৪৫ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে যান।

এরপর হৃদয় ও শামীম হোসেন ২৭ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়কে তরান্বিত করেন। যদিও জয় থেকে মাত্র ১০ রান দূরে থাকতে হৃদয় আউট হন। যাওয়ার আগে ৩৭ বলে ৪টি চার ও ২টি বিশাল ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে যান। এরপর ১৬৮ রানে পর পর দুটি উইকেট হারিয়ে বাংলাদেশ শঙ্কা জাগালেও নাসুম এসে বল গালিতে ঠেলে দিয়ে ঝুঁকি নিয়ে এক রান তুলে জয় নিশ্চিত করেন। শামীম ২ চারে ১৪ রানে অপরাজিত থাকেন।


বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রানে ২টি উইকেট নেন। আর দাসুন শানাকা ২.৫ ওভারে ২১ রানে নেন ২ উইকেট। ম্যাচসেরা হন সাইফ হাসান।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি