মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

কানাইঘাটে ভাইয়ের হাতে ভাই খু ন , আহত-৫

  • প্রকাশের সময় : ১৭/০৯/২০২৫ ২৩:২৪:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
34

কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের এক শিশুর মলত্যাগ নিয়ে আপন চাচাত ভাইয়ের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন নুরুল ইসলাম (৪৮) নামের এক দিন মজুর। গুরুত্বর আহত হয়েছেন নিহতের স্ত্রী সহ আরো ৫ সন্তান। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিহতের নিজ বাড়ি হারাতৈল রাঙ্গারাই গ্রামে। 




স্থানীয়দের কাছ থেকে জানা যায় হারাতৈল রাঙ্গারাই গ্রামের মৃত আয়ুব আলীর পুত্র নুরুল ইসলাম সনা’র সাথে একই বাড়ির তারই চাচাত ভাই বাবুল আহমদ গংদের মধ্যে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।




মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম সনা’র শিশু পুত্র বাবুল আহমদের সীমানায় (পায়খানা) মল ত্যাগ করে। এ নিয়ে বাবুল আহমদ ও তার ছেলে মুমিন আহমদ সহ তাদের পরিবারের নারী পুরুষ মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলাম সনা’র বসত ঘরে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কোপিয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী রিনা বেগম সহ পরিবারে থাকা ৫ সন্তানকে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 




এদিকে নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থা আশংকাজনক। এ রির্পোট লিখা পর্যন্ত তার এখনো জ্ঞান ফিরেনি। স্থানী ইউপি সদস্য তাজ উদ্দিন জানিয়েছেন নুরুল ইসলাম সনা একজন নিরীহ হত দরিদ্র দিন মজুর। সে স্থানীয় চতুল বাজারে দিন মজুরের কাজ করে থাকে। নিহতের ৯ ছেলে মেয়ে রয়েছে বলে জানা গেছে। নুরুল ইসলামের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার খবর পেয়ে রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনাস্থলে গিয়েছেন এবং নুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই নুর হোসেইন জানিয়েছেন।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি