সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

রোববার (১৪ সেপ্টেম্বর) সকল ১০টায়

  • প্রকাশের সময় : ১৪/০৯/২০২৫ ২০:২১:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
7

শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৪ সেপ্টেম্বর) সকল ১০টায় পৌরসভার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মো.সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ,কে,এম আব্দুল হাকিম।


এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো.আব্দুস সবুর। 


অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে,সাংবাদিকদের দায়িত্বশীল থেকে জনগণের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে হবে। দায়িত্বশীল ও পেশাদারী সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ,সাংবাদিকদের অনুসরণীয় আচরণ বিধি ২০০২ সালের সংশোধিত ২৫ টি ধারা ও সাংবাদিকদের অধিকার বিষয়ক প্রেস আপিল বোর্ড বিষয়ক আলোচনা করা হয়। তিনি বলেন সাংবাদিকদের তালিকা প্রনয়নের কাজ চলছে, ইতিমধ্যে ৩০ টি জেলার তালিকা গঠন করা হয়েছে, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস রেখে নীতিমালা প্রনয়ণ করে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।


তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতা সমাজের দুষ্ট ক্ষত। তা রোধ করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশন করার আহবান সচেতনতা ও দক্ষতা অর্জনে সাংবাদিকদের পড়াশোনা করার উপর জোর দেন মতবিনিময় সভায় মুখ্য আলোচক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার উপ- পরিদর্শক নৃপেন্দ্র বিশ্বাস। এতে শ্রীমঙ্গল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি এহসান বিন মুজাহির অংশ নেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি