বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

  • প্রকাশের সময় : ০৭/০৯/২০২৫ ১০:৩৫:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
31

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় কাদের সিদ্দিকী দুটি গাড়ি ও জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।


শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার কাদের সিদ্দিকীর বাস ভবনে (সোনার বাংলা) এ ঘটনা ঘটে।


কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা জানান, শনিবার মধ্য রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল মুখোশধারী হেলমেট পড়া অবস্থায় বাড়ির সামনে আসেন। এ সময় মই দিয়ে বেয়ে বেশ কয়েকজন বাড়ির ভেতরে ঢুকে প্রথমে কাদের সিদ্দিকীর গাড়িতে ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে তারা দেয়াল টপকে চলে যায়। পরে বাইরে থেকে ইট নিক্ষেপ করে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায় ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সরেজমিনে গিয়ে দেখতে পাই বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙেছে। এ ছাড়া বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা হয়েছে।


তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি