বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সিলেটে আটক

  • প্রকাশের সময় : ০৩/০৯/২০২৫ ০৮:৪৭:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
79

সিলেট গোয়াইনঘাটে জনতার হাতে আটক হলো নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শ্যুটার রিয়াজ। তাকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তোলে দেওয়া হয়।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের  আলীরগাও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে এলাকাবাসী রিয়াজকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে  তোলে দেওয়া হয়।


বুধবার বিকাল পাঁচটার দিকে র‍্যাব এবং পুলিশ শুটার  রিয়াজকে আটক করার কথা স্বীকার করে।


আইন-শৃঙ্খলা বাহিনী জানায় রিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হত্যা, খুনসহ প্রায় ২০টি মামলার আসামী নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে র‌্যাব ৩ এর সদস্যরা ২০২২ সালে আটক করেছিলো ।


সেসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটর সাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিলো।


সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি