বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা, সাদা পাথর নিয়ে দুদকের প্রতিবেদন অসত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা

  • প্রকাশের সময় : ০১/০৯/২০২৫ ০২:৪৭:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
34

স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জে.মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, সাদাপাথর লুট সংক্রান্তে দুদকের প্রতিবেদনটি  বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন যদি সত্য হয় তাহলপ দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।


জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে।


তিনি আজ সিলেট সফরে এসে সিলেট জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।


এসময় তিনি নুরুল হক নুরুর উপর হামলা প্রসঙ্গে বলেন, তিনি জাতিয় পর্যায়ের নেতা, তার উপরে হামলার ঘটনা দুর্ভাগ্যজন। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।


এর আগে তিনি সকালে বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন।

বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।



সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি