বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

সিলেটে প্রবাসীর বাড়িতে ডা কা তি

  • প্রকাশের সময় : ০১/০৯/২০২৫ ১১:২২:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
117

সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ার নোয়াগাঁওয়ে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে রবিবার দিবাগত (১ সেপ্টে.) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত ৩টার দিকে ৮-১০ জনের ডাকাত দল প্রবাসী কমর উদ্দিন (কলমদর আলী)-এর বাড়িতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।


এসময় কয়েকজনকে মারধরও করে ডাকাতরা। কমর উদ্দিন (কলমদর আলী)-এর ভাগ্নে  বলেন- ‘মামা আমেরিকা প্রবাসী ও সিলেট মহানগরের জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেটের পুরনো ব্যবসায়ী। সম্প্রতি দেশে এসেছেন তিনি। রাত ৩টার দিকে একদল ডাকাত হানা দিয়ে গেট ভেঙে ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্রে মুখে সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা গুলি করতে করতে বাড়ি ত্যাগ করে। ফলে ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি।’


এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কলমদর আলীর ভাগ্নে।


খবর পেয়ে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি