বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

জকিগঞ্জে এক মুহূর্তের অসাবধানতায় ঝরে গেল শিশু খাদিজার প্রাণ

  • প্রকাশের সময় : ২৩/০৮/২০২৫ ০১:২৮:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের প্রতিকী ছবি
Share
35

সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে খাদিজা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম ওই গ্রামের ময়নুল হকের মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালবেলা ঘরের  লোকজনের অগোচরে শিশু খাদিজা নিখোঁজ হয়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. আব্দুল আহাদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ বিষয়ে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বলেন, “শিশুটি পানিতে পড়ে মারা গেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল  পরিদর্শন করে থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়।”


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি