বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সাদাপাথর লুটে সিলেট এনসিপির দুই শীর্ষ নেতা নাজিম ও সাদেকের নাম

  • প্রকাশের সময় : ২১/০৮/২০২৫ ১১:৫৩:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
44

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর লুটের সঙ্গে জড়িত স্থানীয় যে ৪২ জনকে চিহ্নিত করার তথ্য প্রকাশিত হয়েছে, তাতে নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই শীর্ষ নেতার নাম রয়েছে। তারা হলেন জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।


দুর্নীতি দমন কমিশন-দুদকের বরাত দিয়ে গত বুধবার দৈনিক সমকাল পত্রিকা তালিকা প্রকাশ করেছে, সেখানে রয়েছে স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নাম।


কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে এদের সংশ্লিষ্টতা পেয়েছে বলে প্রতিবেদনে জানায় সমকাল।


সাদাপাথর লুটে জড়িত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই শীর্ষ নেতার নাম আসার পর আলোচনার শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতে গঠিত রাজনৈতিক দলটি তারুণ্যের আশাআকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠার বদলে কেন লুটেরা চরিত্রে প্রকাশিত হলো, এনিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন।


পাথর লুটে নতুন দল এনসিপির সিলেট জেলা ও মহানগর কমিটির দুই শীর্ষ নেতার জড়িত থাকার তথ্য প্রকাশিত হওয়ার পর, তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। এনসিপির কেন্দ্রীয় কমিটিও কোন বক্তব্য দেয়নি। জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহানের প্রতিষ্ঠান মেঘনা ব্যাংকও এনিয়ে কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি।


তবে বুধবার রাতে এই দুই নেতা জানিয়েছেন, তারা এ-নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন।


গত জুনে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে যখন আন্দোলন হয় তখন বিএনপি-জামায়াত-এনসিপির সবাই পাথর উত্তোলন বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন। একযোগে তারা পাথর উত্তোলনের দাবি করেন। ২৪ জুন সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশেও অংশ নেন এনসিপির এই দুই শীর্ষ নেতা। এছাড়াও তারা একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে পাথর উত্তোলনে দাবি জানান।


উল্লেখ্য, গত ১৮ জুন রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


জেলা কমিটির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান পেশায় একজন ব্যাংকার। তিনি মেঘনা ব্যাংকের একটি শাখার কর্মকর্তা। সরকার জেলা ক্রীড়া সংস্থার যে কমিটি গঠন করেছে সেখানেও আছে নাজিম উদ্দিন শাহানের নাম। এছাড়াও তিনি সামাজিক, পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের সভাপতিও। অন্যদিকে, মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী একজন ব্যবসায়ী।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি