বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ‘পাপড়ি’ রেস্টুরেন্ট ভাংচুরের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৯/০৮/২০২৫ ০৯:০৫:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
82

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী বিএনপি নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই বিএনপি নেতা লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সিকন্দর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে আমিনুর রহমান চৌধুরী সিফতা (৪০)। 


মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট শহরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গত ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রী চাউনী ভেঙে ড্রেন করার জের ধরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এসময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০জন আহত হন। 


এ ঘটনায় ১৭ আগস্ট জুবায়ের আহমদ লিটনের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। আর ওই মামলার প্রধান আসামী হচ্ছেন বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, তাকে উপশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এই মামলায় এর পূর্বে আরও দু’জনকে গ্রেফতার করেছেন বলেও জানান ওসি।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি