বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

ওসমানীনগরে ঢেউটিন ও খাবারর বিতরণ

  • প্রকাশের সময় : ১৯/০৮/২০২৫ ০৬:৪৩:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
31

সিলেটের ওসমানীনগরে গরীব অসহায় ১৩টি পরিবারের মধ্যে নাবির ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ নাবির’র পক্ষ থেকে রঙ্গিন ঢেউটিন বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এই ঢেউটিন বিতরণ করেন ফাউন্ডেশনের সেক্রেটারি মো.দিলোয়ার হোসেন। পরিবার প্রতি ২ থেকে ৪ বান করে ঢেউটিন পেয়েছেন তারা। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে আতাপুর মাদ্রাসার বডিংয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরনও করা হয়।


এভাবে প্রায় ১০ বছর ধরে গরীব অসহায় পরিবারের ঘর নির্মাণ, ঢেউটিন বিতরণ ও মাদ্রাসায় খাবার দিয়ে আসছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ নাবির।


এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ নাবির’র ছেলে ইউসুফ নাবির, প্রবাসী আরিফ উদ্দিন ও পিয়ার আলী।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি