বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

কানাডার টরন্টােতে শান্তিগঞ্জ সমিতির অভিষেক : সভাপতি জিতু, সম্পাদক রশিদ

  • প্রকাশের সময় : ১৮/০৮/২০২৫ ০৯:৫৫:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
133

কানাডার টরন্টােতে শান্তিগঞ্জ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)  সন্ধ্যা ৮ ঘটিকায় ডেনফোর্থের উন্দাল রেষ্টুরেন্ট জাঁকজমকপূর্ণ ভাবে এ অভিষেক সম্পন্ন হয়।


অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নতুন কমিটির অভিষেক ঘোষনা করেন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সহ-সভাপতি শামীম মিয়া।


নবগঠিত কমিটির সভাপতি ও শিমুলবাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর সভাপতিত্বে ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো :আব্দুর রশিদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম,মনিরুজ্জামান সেলিম, সুবেদুর রহমান মুন্না, ছাতক দোয়ারা এসোসিয়েশনের সভাপতি মিলাদ আহমদ,সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য দাউদপীর, ইকলাল আহমদ,মস্তাক আহমদ, সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল, সাংবাদিক সাজলু লস্কর। 


বক্তব্য রাখন,আব্দুল খালিক সৈয়দ শিব্বির, রাজ্জাক হোসেন চৌধুরী রুবেল,তাজ উদ্দিন, রোটারিয়ান তোফাজ্জল হোসেন কিবরিয়া,মোঃ রাহিক, নুর হোসেন,নবীর আহসান,মাজহারুল ইসলাম সাগর,মাহবুবুর আলম সৌরভ, শিপলু উদ্দিন, মাহফুজুর রহমান সৌরভ।


সভায় বক্তারা বলেন,প্রবাসে আমাদের মতো সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এটি প্রবাসী শান্তিগঞ্জবাসীর মাঝে বন্ধুত্ব, ঐক্য ও সহমর্মিতার সেতুবন্ধন গড়ে তুলবে। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করিয়ে দেয়।


পবিত্র কোরআন তেলাওয়াত  করেন,মোঃ আব্দুর রাজ্জাক।


নবগঠিত কমিটির সদস্যরা হলেন,সভাপতি : মিজানুর রহমান জিতু,সহ সভাপতি : মো : আব্দুল খালিক, সৈয়দ শিব্বির আলম,রাজ্জাক হোসেন চৌধুরী রুবেল,মো : তাজ উদ্দিন।


সাধারণ সম্পাদক : রোটারিয়ান মো :আব্দুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক, তফজ্জুল ইসলাম কিবরিয়া,আবু সাঈদ,মো : নুর হোসেন, মোঃরাহিক মিয়া।


সাংগঠনিক সম্পাদক : নবীর আহসান,,সহ সাংগঠনিক সম্পাদক, হিমেল আহমদঅর্থ সম্পা দক মাজহারুল ইসলাম সাগর,প্রচার ও প্রকশনা সম্পাদক : সুরঞ্জিত দাস,দপ্তর সম্পাদক  : মাহফুজুর রহমান সৌরভ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাদিকুর রহমান,সমাজ সেবা সম্পাদক : শিপলু উদ্দিন,ধর্ম সম্পাদক : ক্বারী আব্দুর রাজ্জাক

সদস্য :মাহবুবুল আলম সৌরভ,বদরুল ইসলাম খালেদ,রাসেল আহমদ,আল- আমিন(শান্তিগঞ্জ) আল- আমি ন (উজানি গাও),সহিবুর রহমান,আলী হোসেন (আমানি ),রেজোয়ান আহমদ,জাবের মিয়া, আলী হোসেন (সলফ),হাসান আহমদ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি