বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

সিলেটে নগরীতে ট্রাফিক পয়েন্টে নির্মিত হচ্ছে পুলিশ বক্স’

  • প্রকাশের সময় : ১৭/০৮/২০২৫ ১১:৩১:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
28

সিলেটের প্রতিটি ট্রাফিক পয়েন্টে একটি করে পুলিশ বক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম।

 

রবিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশকে ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্যদিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেওয়ার জন্য আম্বরখানায় এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে, যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।

তিনি বলেন, ট্রাফিক পুলিশ রোদ ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তখন সমস্যায় পড়তে হয়। এ কারণে বিভিন্ন পয়েন্টে একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । তা বাস্তবায়ন হলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দ, সিলেট সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট অন্যান্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

 


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি