বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাবিপ্রবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

  • প্রকাশের সময় : ১৭/০৮/২০২৫ ১০:৫৩:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
28

 শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগকে সাময়িক অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।


আজ শনিবার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেইজে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীরআলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে পৃথক ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালনের কারণে শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।


এ সিদ্ধান্ত অনুমোদন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে, বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।


এর আগে, গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রদল। তবে পৃথকভাবে সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগের নেতৃত্বে শাহপরান হল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর আজ  তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।


এ বিষয়ে জানতে চেয়ে অব্যাহতি পাওয়া সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগকে কল দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।



সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি