বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে চোরাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধার,আটক ১

  • প্রকাশের সময় : ১৭/০৮/২০২৫ ১০:৪৬:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
38

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরির ঘটনার ৬ ঘন্টার ভিতর চোরাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।


শ্রীমঙ্গল থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রূপসপুর এলাকার জসিম মোল্লা নামের এক ব্যক্তির বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি চুরি হয়।


এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।


পরে জসিম মোল্লা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করলে চোরই চুরির রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে নামে। পরে অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ২টার দিকে রূপসপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ৬ ঘন্টার ভিতর মূল আসামি রাসেল আহম্মদ মোস্তফা (৩৭)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


এসময় জসিম মোল্লার ঘর থেকে চোরাকৃত নগদ ১ লক্ষ ১৩ হাজার টাকা স্বর্ণালংকার ও ৩টি মোবাইফোন উদ্ধার করেন পুলিশ সদস্যরা।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি